কয়রায় আন্তঃ প্রাঃ বিদ্যাঃ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার ইউনিয়ন পর্যায়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদের মাঠে মহারাজপুর ইউনিয়নের ২১ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় ৪নং মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভল র সভাপতিত্বে দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার পুরস্কার বিতরণ করেন কয়রা থানার নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। প্রধান শিক্ষক মুজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিএম নাজমুল হক, সহকারি শিক্ষা অফিসার জনাব বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কয়রা প্রেস কাবের সাধারণ সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী ও ইউপি সদস্য মোস্তফা কামাল,মহিলা সদস্য হোসনেয়ারা খাতুন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক আবুল কালাম, আক্তারুল ইসলাম,নুরুল ইসলাম, নুরুল আমিন,শামীম, মনিমোহন,শুভ দীপ্ত, সবুজ,মুছলিমা,ও আঃ ছাত্তার। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাওঃ কামরুল ইসলাম, এসকেন্দার আলী, প্রধান শিক্ষক কে এম নাজমা পারভীন, মোছাঃ মনিরুন্নেছা, মাফিয়ার রহমান, গোলাম রসুল, সাংবাদিক শাহজাহান সিরাজ সহ ইউনিয়নের সকল প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ