গাবতলীতে আ’লীগের উদ্যোগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে গতকাল সোমবার উপজেলা আ’লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুস সালাম ভোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মিলু, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, জিয়াউর রহমান জুয়েল, পৌর আ’লীগের আহবায়ক আজিজার পাইকার, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, আশিকুর রহমান আশিক, ইউপি চেয়ারম্যান আঃ মতিন মিঠু, গোফ্ফার আলী, সাইফুল ইসলাম, আ’লীগ নেতা খাজা নাজিমুদ্দিন, নজরুল ইসলাম বাদশা, ওয়াজেদ হোসেন, তারাজুল, ফজলু, জহুরুল, জাহানারা বেগম, নাজমা আকতার যুবলীগ নেতা শরীফ, পিপুল, নিরাশ পাইকার, আশরাফ, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ফোরকান আলী, হযরত আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান গামা, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোহন, পবন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোহানুল খাওলা রোহন, যুগ্ম সম্পাদক গাজী, ছাত্রলীগ নেতা রয়েল, রিপন, হাকিম, পান্না, মুন, মুন্না, রকি পৌর ছাত্রলীগের সভাপতি কৌশিক, সাধারণ সম্পাদক বিপ্লব পৌর শ্রমিকলীগের সভাপতি আঃ গণি, সহ-সভাপতি রতন পাইকার, সাধারণ সম্পাদক হাবিব যুব শ্রমিকলীগ নেতা শাহ আলম প্রমুখ।