কেশবপুর প্রেসকাবে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিবের মতবিনিময়

তন্ময় মিত্র বাপী, (যশোর) : স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব খান মোঃ নুরুল আমিন রোববার যশোরের কেশবপুর প্রেসকাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদপে গ্রহন করেছেন। তারই অংশ হিসেবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁঁছে দেয়া হচ্ছে। পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের সবসময় মানবিকতা তাড়া করে। তাই তারা শত বাধা উপো করেও জীবনের ঝুকি নিয়ে জনগণের সুখ, দুঃখ, ভালো মন্দ সংবাদ পত্রে তুলে ধরার চেষ্টা করেন। এ কারনেই সাংবাদিকদের সমাজের দর্পন বলা হয়। কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে মতবিনিময়ে অংশ নেন সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক মোতাহার হোসাইন, সাবেক সাধারন সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাংবাদিক শামসুর রহমান, শাহীনুর রহমান, তন্ময় মিত্র বাপী, দীলিপ মোদক, অধ্যাপক মশিউর রহমান, আব্দুল মোমিন, রাবেয়া ইকবাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন। মতবিনিময় সভার আগে তিনি সাতীরা মেডিকেল কলেজ পরিদর্শন করেন। ##

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ