খালেদা জিয়ার মামলার রায় উপলক্ষ্যে কয়রায় পুলিশের টহল জোরদার

কয়রা প্রতিনিধিঃ জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলার রায় উপলক্ষ্যে বৃহস্পতিবার আইন শৃংখলা রক্ষা বাহিনী কয়রা উপজেলা সদর সহ গুরুত্বপূর্ন স্থানগুলোতে টহল জোরদার করায় কোথাও কোন বিশৃঙ্খলা ঘটেনি। কিন্তু এই রায়কে কেন্দ্র করে পুলিশ জামায়াত বিএনপি এবং তাদেও সহযোগি সংগঠনের ২০ জন কে আটক করে আদালতে সোপর্দ করেছেন। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে কয়রা উপজেলা সদরের বিভিন্ন স্থানে পুলিশের টহল দেখা গেছে এবং দুপুরের দিকে ঢাকায় খালেদা জিয়ার মামলার রায় চলাকালে উপজেলা ছাত্রলীগ একটি বিক্ষোপ মিছিল করেন। এছাড়া উপজেলার আমাদী, বেদকাশি, গিলাবাড়ী বাজারেও জনগনের নিরাপত্তা দিতে পুলিশ অবস্থান নেয়। তবে বিএনপির কোন নেতাকর্মীকে রাস্তা ঘাটে বের হতে দেখা যায়নি। উল্লেখ্য কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক দিনভর উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ জনগনকে কোথাও কোন বিশৃঙ্খলা হলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন।

 

কয়রা উপজেলা পর্যায় আন্তঃ
প্রাঃ বিদ্যাঃ ক্রীড়া ও সাংস্কৃতিক
প্রতিযোগিতা ২০১৮অনুষ্ঠিত

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা পর্যায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ উপজেলা পরিষদের মাঠে ৭ টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শিমুল কুমার সাহার সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব বিএম নাজমুল হক, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, ৪নং মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, ৫নং কয়রা ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার জনাব বিদ্যুৎ রঞ্জন সাহা ও খালিদ হাসান সহ কয়রা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সভাপতি ও বিশেষ অতিথি পুরস্কার তুলে দেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ