গফরগাঁওয়ে পাগলায় বিএনপি-জামায়াতের ২৬ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা, গ্রেফতার-৪

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানাধীন পাঁচবাগ মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটনায় বিস্ফোরক আইনে উপজেলা বিএনপি-জামায়াতের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৩০জনকে অজ্ঞাতনামা আসামি করে মোট ৫৬ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
মামলার আসামিদের মধ্যে পাগলা থানা বিএনপি নেতা ও জাতীয়তাবাদী তৃণমূলদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল-ফাত্তাহ খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হামিদ চেয়ারম্যান, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি সভাপতি এস.এম ফারুক মাষ্টার, টাঙ্গাব ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা আফতাব উদ্দিন চেয়ারম্যান রয়েছেন। মামলার বাদী পাগলা থানার এস.আই রবিউল ইসলাম জানায়, আসামিরা উপজেলার পাঁচবাগ ইউনিয়নের পাঁচবাগ মোড়ে সোমবার রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। মামলাটি দায়েরের পর পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত নেতা মাওলানা আফতাব উদ্দিন চেয়ারম্যান, বিএনপির নেতা শাহাব উদ্দিন মেম্বার, আবু সাহিদ মেম্বার ও আব্দুল কাদিরকে গ্রেফতার করে।
পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গফরগাঁওয়ে মসজিদ উদ্বোধন
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের সৈয়দপাড়া বাইতুল মামুর জামে মসজিদ গত শুক্রবার বাদ জুম্মা উদ্বোধন করা হয়েছে। এতে উদ্বোধন করেন গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন বিপ্লব। এসময় এলাকায় মুসল্লীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ