নিকলীতে ঢাকা আহছানিয়া মিশনের আশার আলো শিশু শিখন কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের নিকলী উপজেলার সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম এর আওতায় গত সোমবার (১২ ফেব্রুয়ারী) দিন ব্যাপী প্রকল্পের আওতাধীন ৬টি ইউনিয়নের ৮৫টি আশার আলো শিশু শিখন কেন্দ্রগুলো পরিদর্শন করেন প্রকল্প ব্যবস্থাপক মোদাচ্ছের হোসেন মাছুম ও মনিটরিং এন্ড রিচার্স ডকুমেন্টেশন কর্মকর্তা সাঈদ আহমেদ সিদ্দিকী। পরে আশার আলো শিশু শিখন কেন্দ্রগুলো ক্ষুদে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নত করার জন্য শিক্ষকদেরকে দিকনির্দেশনা দেন। এদিকে নিকলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের ভ’ঞার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- ঢাকা আহছানিয়া মিশনের নিকলী উপজেলার এরিয়া ম্যানেজার আমজাদ হোসেন।

বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রী সহ নিহত-২
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের জারিয়া গ্রামের ২য় শ্রেণীর ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এবং একই দিনে দিলালপুরের বাহেরনগর গ্রামে এক বৃদ্ধ গলার মধ্যে রশি দিয়ে আতœহত্যা করেছে। এ দু’টি ঘটনা ঘটেছে গতকাল বুধবার সকালে। পুলিশ জানায়, উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেরনগর গ্রামের পিতা মৃত ঝুমন খাঁর ছেলে বৃদ্ধ শহীদ উদ্দিন মনের অৎান্তে কষ্ট পেয়ে নিজ ঘরের ধর্ণার মধ্যে রশি দিয়ে পেচিয়ে আতœহত্যা করেছে। এদিকে উপজেলার কৈলাগ ইউনিয়নের জারিয়া গ্রামের জামির হোসেনের ২য় শ্রেণির পড়–য়া শিশু কন্যা সাদিয়া আকতার (৮) নিজেদের অটোবাইক চার্জার ঘরের মধ্যে বিদ্যুতের তারে লেগে মৃত্যু ঘটে। এবিষয়ে বাজিতপুর থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ