মহেশপুর ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বাল্য বিয়ে প্রতিরোধে ওরিয়েন্টেশ অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে মহেশপুর ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধে কমিটি গঠন করা হয় এবং তাদের নিয়ে এ বিষয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী মোঃ আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মিরাজ হোসেন, আরমিনা বেগম, লাবনী খাতুন প্রমুখ। বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীতে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হয়।