শ্রীপুরে বিরোধকৃত জমি দখলের চেষ্টা দৈনিক ৪ লেবারসহ আ’লীগ নেতা আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুরে বিরোধকৃত জমি দখলের চেষ্টা দৈনিক ৪ লেবারসহ আ’লীগ নেতা আটক করেছেন পুলিশ। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে বিন্দুবাড়ী গ্রামে প্রভাবশালী আ’লীগ নেতা বিরোধকৃত জমিতে জোরপূর্বক কাজ করার সময় দৈনিক লেবারসহ আ’লীগ নেতাকে আটক করেন পুলিশ।  জানা গেছে, কাফিলাতলী গ্রামের মৃত হেকমত আলীর পুত্র গিয়াস উদ্দিন গংয়ের পার্শ্ববর্তী বিন্দুবাড়ী গ্রামের মৃত নুরুল ইসলাম সিরাজীর পুত্র রাজীব সিরাজী বিরোধকৃত জমিতে দৈনিক লেবার দিয়ে বাড়ী নির্মানের চেষ্টাকালে পুলিশ ৪ লেবারকে থানায় নিয়ে আসেন। খবর পেয়ে রাজীব সিরাজী লেবার নিতে আসলে তাকেও আটক করে রাখেন।
বিরোধকৃত জমির মালিক গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন যাবৎ ওই জমির মালিক হয়ে চাষাবাদসহ ভোগদখল করছেন। ভূমিদস্যু রাজীব সিরাজী আ’লীগ সরকারের প্রভাব খাটিয়ে জোরপূর্বক বাড়ীঘর নির্মান করেন।
শ্রীপুর থানার এস.আই মহসিন জানান, অবৈধভাবে জমিতে বাড়ীঘর নির্মানের কাজ করায় ৪ লেবারকে থানা হাজতে রাখলেও আ’লীগ নেতাকে এস.আই কক্ষে নজরবন্দি করে রাখেন বলে জানান। ওসি স্যারের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে গিয়াস উদ্দিন বাদী হয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ