ফুলবাড়ীতে লুমেলিসা’র উদ্যোগে কম্বল বিতরণ

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন লুমেলিসা’র উদ্যোগে গতকাল শনিবার সকালে সুজাপুর গ্রামের পাঁচ শতাধিক দুস্থ্যের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন দিনাজপুরে জেলা পুলিশ সুপার মো. হামিদুল আলম বিপিএম।
সুজাপুর চৌধুরী মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন লুমেলিসা’র আহবায়ক ডা. মো. মুশফিকুর রহমান লিও’র ব্যবস্থাপনায় ও আরডিআরএস বাংলাদেশ এবং জাকস ফাউন্ডেশন জয়পুরহাট-এর সহযোগিতায় আয়োজিত শীতবস্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শোয়েব বাবুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হামিদুল আলম বিপিএম, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিুকুর রহমান বাবুল ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ নাসিম হাবিব। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মানিক রতন, আরডিআরএস বাংলাদেশ দিনাজপুরের মাইক্রোফাইন্যান্স’র প্রোগ্রাম ম্যানেজার মলয় কুমার গৌস্বামী, ফুলবাড়ী এলাকা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, জাকস ফাউন্ডেশনের ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক মো. আব্দুল হাই, ঋণ কর্মকর্তা মো. সাখায়াৎ হোসেন প্রমূখ।
শেষে আনুষ্ঠানিকভাবে অতিথিদ্বয় পৌর এলাকার সুজাপুর গ্রামের পাঁচ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।#

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ