কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে

তন্ময় মিত্র বাপী, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশের স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই অর্জনের স্বীকৃতি স্বরুপ স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম জাতীয় ২০১৭ পুরষ্কারে ভূষিত করেছেন। স্বাস্থ্য সেবায় গতি-শীলতা আনতে স্বস্থ্যসেবা, ঔষধ পত্র, যন্ত্রপাতি ও প্রযুক্তি, স্বাস্থ্যকর্মী, অর্থায়ন, স্বাস্থ্য তথ্য ব্যবস্থা এবং নেতৃত্ব ও সুশাসনসহ ৬টি বিষয়ের উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্লিউ এইচও) সেবার মান যাচাইয়ের মাধ্যমে শ্রেষ্ঠত্ব নির্বাচন করেন। ২০১৮ সালের ১৫ ফেবুয়ারী ঢাকার হোটেল লা মেরিডিয়ান-এ স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম আনুষ্ঠানিক ভাবে এই পুরষ্কার তুলে দেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহিনের হাতে। সূত্রে প্রকাশ সারাদেশ থেকে ৫টি স্বাস্থ্য কমপ্লেক্সকে চুড়ান্ত পর্যায় পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়। এ উপল্েয শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও অবহিত করণ সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, কেশবপুর নিউজকাবের সভাপতি আশরাফুজ্জামান, প্রেসকাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পলাশ কুুমার দে। এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শামসুর রহমান, তন্ময় মিত্র বাপ্পি, শেখ শাহিন, মশিয়ার রহমান, আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাক, উৎপল দে, আজিজুর রহমান উপস্থিত ছিলেন কেশবপুর নিউজকাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ