হাইকোর্টে খালেদার আপিল, চাওয়া হয়েছে জামিনও

নিউজ ডেস্ক : নিম্ন আদালতে সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা এ আপিল দায়ের করেন। আপিলের পাশাপাশি আবেদনে জামিনও চাওয়া হয়েছে।

 এর আগে খালেদা জিয়ার আপিল ও জামিন আবেদনের বিষয়ে আলোচনার জন্য দু’দফায় বৈঠকে করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কনফারেন্স রুমে বৈঠকে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের বর্তমান সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত -৫ এর বিচার ড. মো. আখতারুজ্জামান। সেই থেকে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন তিনি। গতকাল এই মামলার সার্টিফাইড কপি পাওয়ার পর আজ আপিল করলেন খালেদা জিয়ার আইনজীবীরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ