গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় আহত-১৫ নিহত-৪

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব ঃ ময়মনসিংহÑকিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার রামগোপালপুর নামক স্থানে ২০ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ সিএনজি আরোহী নিহত হয়েছে ও ১৫ বাস আরোহি আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জেগামী শ্যামল ছায়া ঢাকা মেট্রো- জ-১৪-০৪০০ বাসটি উল্লেখিত স্থানে আসা মাত্র বিপরিত দিকে থেকে দ্রুত গতিতে আসা ময়মনসিংহগামী সিএনজি ময়মনসিংহ থ- ১১-২৮৯৪ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি’র ড্রাইভারসহ ৪ আরোহী নিহত ও ১৫ বাস যাত্রী আহত হয়েছে। এ খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ ও ও সি তদন্ত তারেকুজ্জামান সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং নিহতদের লাশ উদ্ধার করে। বাকি গুরুত্বর আহত অজ্ঞাত-২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। নিহত ২ জন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মরিচপুর গ্রামের হীরা মিয়া- (৪০) ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার তরিকুল ইসলাম (শ্যামল) (৩২)। বাকি ২ জনের কোন পরিচয় পাওয়া যায়নি। গৌরীপুর থানা পুলিশ বাস,দুমড়ে মচকে যাওয়া সিএনজি ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ