কেশবপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ি সাধন ফেনসিডিলসহ গ্রেফতার

তন্ময় মিত্র বাপী, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর থানা পুলিশ শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ি সাধন সাহাকে (৪৮) চার বোতল ফেনসিডিলসহ আটক করেছে। মঙ্গলবার রাতে শহরের ট্রাক টার্মিনাল থেকে তাকে আটক করা হয়েছে। থানার উপ-পরিদর্শক খান আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ি সাধন সাহা ফেনসিডিল বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাসি করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে পৌরসভার মধ্যকূল বিজয়স্তম্ভ এলাকার মৃত সুধীর সাহার ছেলে। তার বিরুদ্ধে ইতিপুর্বে ১০/১২ টি মাদক আইনে মামলা রয়েছে। এছাড়া তার স্ত্রী শীলা সাহার বিরুদ্ধে নকল ফেনসিডিল তৈরি ও বিক্রির একাধিক মামলা ও ছেলে শুভ সাহার বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রির মামলা রয়েছে। ২০১৭ সালে যশোর ঈদগাহ ময়দানে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র কাছে মাদক ব্যবসা না করার মুচলেকা দিয়েছিল এই মাদক ব্যবসায়ি দম্পতি। কেশবপুর থানার অফিসার ইনচার্জ চলতি দায়িত্ব শাহাজাহান আহম্মেদ জানান, আটক সাধন সাহার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ