কিশোরগঞ্জের বিন্নাটিতে অচেনা পথ সংগঠনের জার্সি উন্মোচন

কিশোরগঞ্জ প্রতিনিধি: অমর একুশ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি আঃ মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অচেনা পথে সংগঠনের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়৷

“ভ্রমণ হউক আনন্দময়” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা সাইকেল রেইস অচেনা পথ সংগঠন আজ সন্ধ্যা ৭,৩০ মিনিটে জার্সি উন্মোচনের আয়োজন করে৷

কিশোরগঞ্জ জেলা বাইসাইকেল রেইস প্রেমিক তরুণদেরকে নিয়ে মূলত এই সংগঠনের আত্নপ্রকাশ৷ এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আনন্দময় ভ্রমণের মাধ্যমে তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা৷ শুধু তাই নয় সমাজের অশালীন কার্যকলাপ হতে নিজেকে বাঁচিয়ে রেখে মানবের কল্যাণে নিয়োজিত করা৷

এই সংগঠনটি ইতিমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্থানে ভ্রমণ করে নজীরবিহীন গল্প তৈরী করেছে৷ সংগঠনের সূচনালগ্ন থেকেই সদস্যদের মাঝে আনন্দের ঢেউ বয়ছে৷ সংগঠনের সদস্যরা হর্ষ বিনোদনের মধ্য দিয়েই নিজেদের জীবণ প্রতিষ্ঠিত করতে চাই৷

কিশোরগঞ্জের সাইকেল রেইসিং অচেনা পথ সংগঠনটি সর্বদা তরুণ সমাজকে আনন্দ বিনোদনের মাধ্যমে অন্যায় কাজ থেকে বিরত রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রতি উৎসাহিত করে৷
শুধু তাই নয় নিজেদের জীবণ উন্নত করার জন্য ভ্রমণের মাধ্যমে গঠনমূলক শিক্ষাও দিয়ে থাকে৷ এমনকি শারিরীক ফিটনেস ঠিক রাখার জন্য শরীর চর্চা হিসেবে সাইকেল রেইসিং উত্তম পন্থা অবলম্বন করে৷

অচেনা পথ নামক সংগঠনটি জার্সি উন্মোচন শেষে অমর একুশ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিন্নাটি বাজার বিজয় ৭১ চত্বর পরিভ্রমণ করে আনুষ্ঠানিক কার্যক্রমের পরিসমাপ্তি ঘটায়৷

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ