আমরা চাই আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলগুলো অংশ গ্রহন করুক- মোহাম্মদ নাসিম

দিলিপ চৌহান, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ পতœীতলা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম (নজিপুর পাবলিক মাঠ) এ বিশাল জনসভায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী এবং বাংলাদেশ আওয়মীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এর আগে মন্ত্রী উপজেলার খিরশীন ও মধইল এলাকায় ৮ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে ২টি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের নব-নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামীলীগ ষড়যন্ত্র বিশ্বাস করে না। আমরা বার বার আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আমরা চাই আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলগুলো অংশ গ্রহন করুক। শেখ হাসিনার সরকার উন্নয়নের রুপকার। শেখ হাসিনার সরকারের দেশ পরিচালনার প্রধান স্বর্ত হচ্ছে উন্নয়নের উন্নয়ন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইছাহাক হোসেনের সভাপতিত্বে উক্ত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্প (বিএমডিএ)র সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ঠান্ডু, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি, সাবেক মহিলা এমপি শাহীন মনোয়ারা হক, নওগাঁ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার, সহ-সভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার দলীয় নেতৃবৃন্দ প্রমূখ। এর আগে মন্ত্রী হেল্থ ইঞ্জিনিয়ারিং সংস্থা (এইচইডি) এর আর্থিক সহযোগীতায় উপজেলার খিরশীন এলাকায় আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী ও আলহাজ্ব হালিমা চৌধুরাণীর দানকৃত ৪৯ শতক জমির উপর ৪ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে এবং উপজেলার মধইল বাজার এলাকায় আনোয়ারা চৌধুরাণীর দানকৃত এক একর জমির উপর ৪ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের নব-নির্মিত ২টি ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি নওগাঁ জেলার পক্ষ থেকে প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রী মহাদ্বয়কে অভিনন্দন পত্র সহ স্মারকলিপি প্রদান করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ