গৌরীপুরে লড়ি চাপায় আহত-১ নিহত-১

গৌরীপুর (ময়মসনসিংহ ) থেকে শেখ বিপ্লব ঃ ময়মনসিংহের গৌরীপুরে ২৪ ফেব্রুযারী (শনিবার) সকালে অবৈধ লড়ির চাপায় মটরবাইক আরোহী ব্যবসায়ী হাফেজ আব্দুল লতিফ (৪৫) ঘটনাস্থলে নিহত হয়। বাইক চালক রনি (৩০) আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চীমপাড়ার আঃ খালেকের ছেলে নিহত লতিফ গৌরীপুর পৌর শহরের কালীপুরে ভাড়া বাসায় থেকে কাপড়ের ব্যবসা করত। প্রতিদিনের মত ঘটনার দিন সকাল ৯টা ২০ মিনিটে রনি নামের যুবককে নিয়ে বাইকে করে উত্তর বাজার ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় বড় মসজিদের সামনে আসা মাত্র পিছন থেকে তানিয়া ব্রিক ফিল্ডের একটি অবৈধ লড়ি সজোড়ে পিছন থেকে মটর বাইকে ধাক্কা দিলে লতিফ ছিটকে রাস্তায় পড়ে যায়। লড়িটি নিয়ন্ত্রন হারিয়ে লতিফের শরীরের নিচের অংশের উপর দিয়ে গেলে সে ঘটনাস্থলেই মারা যায়। অপর জন মটরবাইকের চালক রনি গুরুত্বর আহত হয়। পথচারীরা দু’জনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার লতিফকে মৃত বলে ঘোষনা করে এবং রনিকে প্রাথমিক চিকিৎসা দেয়। এ দিক দিয়ে লড়ির চালক পালিয়ে যায়। লড়ির মালিক লড়িকে ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলার চেষ্টা করলে এলাকাবাসী থানায় সংবাদ দিলে গৌরীপুর থানা পুলিশ লড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী আরো জানায় তানিয়া ব্রিক ফিল্ডের সব কটি লড়ির চালক অপ্রাপ্ত বয়স্ক লাইসেন্স বিহীন এরা সব সময় শহরের প্রধান সড়ক দিয়ে বেপরায়া ভাবে লড়ি চালায়। এ ব্যাপারে ও সি তদন্ত তারেকুজ্জামান বলেন এখন পর্যন্ত নিহতের লাশ গৌরীপুর স্বস্থ্য কমপ্লেক্সে আছে থানায় আনা হয়নি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ