নাটোরে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

নাটোর প্রতিনিধি: নাটোরে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক অধ্যাপক আব্দুল কুদ্দুস নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে জেলা প্রশাসকের কার্যালয় সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে কানাইখালি মাঠে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন স্টল পরিদর্শন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। পরে জেলা প্রশাসকের শাহিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান ভুইয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এনামুল হক, জেলা সিভিল সার্জেন্ট আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলমসহ প্রমুখ মেলায় ১শতটি স্টল দেওয়া হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং সকরারের ভিশন ২০২১ বাস্তবায়নে জনগনের দোরগোড়ায় সেবা প্রদানে ডিজিটাল উদ্ভাবনী মেলার তিন দিনেই সাংস্কৃতিক অনুষ্ঠান, গম্ভীরা এবং ডিজিটাল কন্টেট নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ