নাটোরের সিংড়ায় হেলিকপ্তার করে উড়ে এলেন , ১লাখ ৮০হাজার টাকা গুনে নিয়ে ওয়াজ করেন

নাটোরর প্রতিনিধি :হেলিকপ্তার করে উড়ে এলেন ইসলামী জালসায় নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে ঢাকা পীরে কেবলা এনায়েতুল্লাাহ আব্বাসী জৈনপুরী সাহেব। জৈনপুরী হুজুরের হাদিয়া স্বরুপ ১ ল ৮০ হাজার টাকা নিয়ে তিনি ওয়াজ মাহফিলে প্রধান বক্তার বক্তব্য দেন।
২৫ ফ্রেবুয়ারী রবিবার বিকেল ৪.১০ মিনিট নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে আগমন করেন পীরে কেবলা এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী সাহেব। হেলিকপ্তার মাথার উপর চক্কর দিতেই হাজারো মানুষ উৎফুল্ল। হুজুর নেমে সবাইকে সালাম জানিয়ে দাঁড়িয়ে গেলেন। অভ্যর্থনা জানাতে ছুটে এলেন আয়োজক কমিটির শালমারা দাখিল মাদ্রাসার সুপার শহিদুল, সভাপতি মোসলেম, স্থানীয় জনপ্রতিনিধি মকলেস সহ জালসা শুনতে আশা মুসল্লিরা। এরপর হুজুরকে নামিয়ে দিয়ে চলে গেলো হেলিকপ্তার।

সিংড়া প্রেসকাবের সাধারন সম্পাদক এস এম রাজু আহমেদ জানান, এতদিন শুনেছি, দেখেছি এমপি,মন্ত্রীরা কিংবা রাজনৈতিক নেতারা হেলিকপ্তার করে বিভিন্ন এলাকায়
গমন করেন। এখন নতুন সংযোজন মাহফিলে গমন করছেন পীর,বড় বড় মাওলানারা।
তারই ধারাবাহিকতা গ্রামবাংলা মানুষের কাছে একেবারে নতুনত্ব। তাইতো হাজার হাজার মানুষের ঢল নেমেছিল হুজুরকে একনজর দেখার জন্য।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে জালসায় প্রধান বক্তার বক্তব্যদেন পীরে কেবলা এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী সাহেব । সোমবার সকাল ৭ টার দিকে পুনরায় হেলিকপ্তার করে তিনি চলে যাবেন।
জালসা কমিটি জানিয়েছে, হুজুরকে সব মিলে ১ ল ৮০ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ