শালিখায় ইফটিজিং এর অপরাধে এক যুবকের ৬ মাসের কারাদন্ড

শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ মাগুরার শালিখায় চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে ইফটিজিং করার অপরাধে মোঃ কেরামত আলী বিশ্বাস(৩০) নামের এক বখাটে যুবকের ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুর ১টা ৩০মিনিটের দিকে মোবাইল কোর্টের মাধ্যমে এ দন্ডাদেশ দেওয়া হয়। দন্ড প্রাপ্ত কেরামত আলী উপজেলার আড়পাড়া চুকিনগর গ্রামের মোঃ হায়দার আলীর বিশ্বাসের পুত্র। জানা যায়, উপজেলা সদর আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয় যাওয়ার পথি মধ্যে বখাটে কেরামত আলী নানা ভাবে বিরক্ত করতে থাকে। এক পর্যায় গত শনিবার দুপুরে স্কুলের গলিতে দাড়িয়ে থেকে ঐ বখাটে মেয়েটিকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়। এর পর ঘটনাটি মেয়েটি তার বিদ্যালয়ের শিক্ষকদেরকে খুলে বলে। স্কুলের শিক্ষকগন সংগে সংগে বিয়ষটি উপজেলা নির্বাহি অফিসারকে ও পুলিশ প্রশাসনকে জানায়। উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিট্রেট সুমী মজুমদার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঐ বখাটেকে আটক করে। এরপর ঘটনার সত্যতা ও প্রমাণ এবং তার স্বীকার উক্তিতে বখাটে কেরামত আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। এসময় প্রশিকিউশনের দায়িত্বে ছিলেন, শালিখা থানা এসআই লিটন চন্দ্র দাস।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ