রাণীনগরে মানব পাচার মামলার ভিকটিম উদ্ধার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) ; নওগাঁর রাণীনগরে মানব পাচার মামলার ভিকটিমকে উদ্ধার করেছে থানাপুলিশ। গত মঙ্গলবার রাতে তাকে উপজেলার রাতলাই দিঘীর পার স্বামীর বাড়ী থেকে উদ্ধার করা হয় । গতকাল বুধবার জনৈক ভিকটিম (২৭) কে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এস,আই শহিদুল ইসলাম জানান,উপজেলার মালিপাড়া গ্রামের মৃত শব্দুল আলীর ছেলে আমজাদ হোসেন তার জনৈক মেয়ে (২৭) কে মালোয়েশিয়া পাঠানোর জন্য উপজেলার নওপুকুরিয়া গ্রামের মজিবর কাজীর ছেলে ফারেশ কাজী (৩৪),হাফিজুল কাজী (৩১) ও আব্দুল কুদ্দুছ কাজী (২৮) কে ৩ লক্ষ টাকা দেয় । এর পর গত ১৭ সেপ্টেম্বর মেয়েকে বিদেশ নিয়ে যাবার কথা বলে ঢাকায় নিয়ে যায় । তার পর থেকে মেয়ের সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়ে যায় । এই ঘটনায় আমজাদ হোসেন বাদী হয়ে তার মেয়েকে বিদেশে পাচার করা হয়েছে মর্মে গত ১ ফেব্রুয়ারী আদালতে একটি মানব পাচারের মামলা দায়ের করেন। আদালত মামলাটি রাণীনগর থানায় এফআইআর হিসেবে গন্য করার আদেশ দিলে রাণীনগর থানাপুলিশ গত ১৫ ফেব্রুয়ারী এফআইআর ভুক্ত করেন। এর পর ওই রাতেই অভিযান চালিয়ে মামলার আসামী হাফিজুল কাজী (৩১) ও আব্দুল কুদ্দুছ কাজী (২৮) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয় । এমতবস্থায় গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ অভিযান চালিয়ে উপজেলার রাতলাই দিঘীর পার গ্রামে ভিকটিমের স্বামীর বাড়ী থেকে তাকে উদ্ধার করে গতকাল বুধবার আদালতে প্রেরণ করেন।
এব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, মাবন পাচার মামলায় ভিকটিমকে তার স্বামীর নিজ বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে । তার জবান বন্দি রেকর্ড করার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।#

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ