আড়পাড়া মডেল স্কুল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শালিখার আকাশে বাতাসে আনন্দ,শিক্ষার্থীদের উল্লাস

মোঃ শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশের মধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। একই সাথে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তারকে বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। কি আনন্দ আকাশে বাতাসে। একই সাথে বিদ্যালয়টি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অধিকার করার আনন্দে এলাকার সাধারণ মানুষ,অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চলছে ব্যাপক উল্লাস। খবরটি ইন্টারনেট ওফেইজবুকে ছড়িয়ে পড়লে বুধবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে স্কুলটিতে জমায়েত হয়। এছাড়াও উপজেলা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,কর্মচারিরা শুভেচ্ছা জানাতে স্কুলটিতে ভিড় জমান। এদিকে বিদ্যালয়টি বাংলাদেশের মধ্যে জাতীয় পর্যায় শ্রেষ্ঠ ও প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উল্লাস করতে দেখাগেছে। সকাল থেকেই আনন্দের স্লোগানে ভরে ওঠে বিদ্যায় প্রাঙ্গণ। এছাড়াও বিদ্যায়টি শুদ্ধ ভাবে জাতীয় সংগীত পরিবেশন ২০১৮ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়। উল্লেখ্য আগামী ৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার উসমানি স্মৃতি মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপ্রতি এই শ্রেষ্ঠ বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করবেন বলে বিদ্যালয় সূত্রে জানা যায় ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ