গৌরীপুরে ৬ দফার দাবীতে পরিবার পরিকল্পনা মাঠকর্মচারীদের মানব বন্ধন

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব ঃ  ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠকর্মচারী এফপিআই ও এফডাব্লিউএ ৬ দফার দাবীতে ৫ মার্চ (সোমবার) সকাল সাড়ে ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক মানব বন্ধন করে।
উক্ত মানব বন্ধনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি মামুন-উর রশিদের সভাপতিত্বে জেলার যুগ্ম সাধারন সম্পদক শফিকুল ইসলাম মহা পরিচালক বরাবর ৬ দফা লিখিত দাবী পাঠ করেন। দাবী গুলো চলমান নিয়োগবিধি দ্রুত সম্পন্ন করে ন্যায্য পদোন্নতিসহ জরুরি দাবী। পরিবার পরিকল্পনা কার্যক্রম গতিশীল করতে এফপিআই ও এফডাব্লিউএ দের মাঠ পর্যায়ে জটিলতা নিরসনসহ স্বাস্থ্য বিভাগের সকল কাজ থেকে বিরত রাখা। এফপিআই ও এফডাব্লিউএ দের অনেকাই সিএসবিএ প্রশিক্ষন থাকায় তাদের ট্যাকনেশিয়ান পদমর্যাদা। অমানবিক বেতন বৈষম্য দুর করে এফপিআই ও এফডাব্লিউএদের পদমর্যাদা অনুযায়ী নেতন স্কেল নির্ধারন। পূর্বের বিধান মোতাবেক এফপিআই ও এফডাব্লিউদের পদে ইনসার্ভিস ট্রেনিং ও ডেপুটেশনের মাধ্যমে পদায়নের ব্যবস্থা নিশ্চিত করা। লিখিত নির্দেশ থাকা সত্তেও ঝুলে থাকা এফপিআইদের সিলেকশন গ্রেডসহ চাকরির স্বার্থ সংশ্লিষ্ট স্থায়ীকরন কাজটি ৩১ মার্চ এর মধ্যে স্থায়ীকরনের পূর্নাঙ্গ কাজটি সম্পন্ন করে সিলেকশন গ্রেড নিশ্চিত করার জোড় দাবী জানান। মানব বন্ধনে এফপিআই ও এফডাব্লিউএ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ