সুন্দরগঞ্জে দাবী আদায়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও কল্যাণ সহকারীদের মানববন্ধন

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ করত দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নসহ ৬দফা দাবী আদায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারিরা মানববন্ধন করেছেন। সোমবার সকাল ১১টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন প্রধান সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন। বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক আনজুমান আরা বেগম, জেলা কমিটির সহ-সভাপতি আয়েশা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম প্রমূখ। চাকুরীতে যোগদানের পর থেকে যে সব অবর্ণনীয় চাকুরীগত বৈষম্য, বঞ্চনা, ও যন্ত্রনা ভোগ করে আসছেন তা দ্রুত নিরসনের দাবী জানান। মানববন্ধনে উপজেলার সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারিরা অংশ নেন।

সুন্দরগঞ্জে সংসদ উপ-নির্বাচনে জাপা প্রার্থীর গণসংযোগ
একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে সংসদ উপ-নির্বাচনে জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। রোববার সকাল থেকে উপজেলার বামনডাঙ্গা ও রামজীবন ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে গণসংযোগ শেষে পূর্ব নির্ধারিত উঠান বৈঠকগুলোতে অংশ নেন তিনি। উঠান বৈঠকে অংশ নেয়ার আগে প্রত্যেক বাড়িতে-বাড়িতে গিয়ে পরিবারের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন। উঠান বৈঠকগুলোতে ব্যাপক সাড়া পাওয়া যায় ভোটারদের। নারীদের উপস্থিতি ছিলো বেশি। গণসংযোগকালে প্রার্থীর বড় ভাই এ্যাডঃ ড. শাহেদ কামাল পাটোয়ারী, জাপার রামজীবন ইউনিয়ন সভাপতি এটিএম এনামুল হক মন্টু ও বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক রেজাসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরকার দলীয় সাংসদ গোলাম মোস্তফা আহমেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর মৃত্যু বরণ করলে আসনটি শূন্য হওয়ায় আগামী ১৩ মার্চ উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ