সুন্দরগঞ্জে উপ-নির্বাচন জাতীয় পার্টির পথ সভায় হামলা, ভাংচুর॥ আহত ৩

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে জাতীয় পার্টির পথ সভায় হামলা ও ভাংচুর চালিয়েছে নির্বাচনী প্রতিপক্ষরা। এসময় প্রতিপক্ষের হামলা ৩ জন আহত হয়েছে।
জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক ৮টার সময় চন্ডিপুর ইউনিয়ন জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত পাঁচপীর বাজারস্থ বাস স্ট্যান্ডে নির্বাচনী পথ সভায় অনুষ্ঠিত হয়। পথ সভা চলাকালে জাতীয় পার্টির নেতাকর্মীরা জাপার শাসন আমলের উন্নয়ন ও দলীয় শৃঙ্খলার বক্তব্য দানকালে সরকার দলীয় প্রয়াত এমপি গোলাম মোস্তফা আহম্মেদকে নিয়ে কটুক্তি করায় স্থানীয় গোলাম মোস্তফা ভক্তরা ক্ষিপ্ত হয়ে উঠে। তারা পথ সভার উপর হামলা চালিয়ে মঞ্চ ও চেয়ার টেবিল ভাংচুর করে। এছাড়া জাতীয় পার্টির নির্বাচনী অফিস ভাংচুর করে। পরে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জাপার সমর্থক ৩ জন আহত হয়। আহতরা হলেন- ফুল মিয়া (৫০) জাহিদ হোসেন (৩০) ও মিঠু (১০)। তাদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল পাঁচপীর বাজার প্রদক্ষিণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় চরম থমথমে অবস্থা বিরাজ করছে। এ নিয়ে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ