নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার আহম্মদপুর এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে নাটোর-ঢাকা মহাসড়কের আহম্মদপুর কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৈলারদিয়ার গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক নাটোর শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) শরিফুল ইসলাম জানান, পেশাগত কাজে রবিউল ইসলাম মোটরসাইকেলে যোগে দুপুরে নাটোর থেকে বনপাড়ার উদ্দেশে যাচ্ছিলেন। রাস্তায় আহম্মদপুরের কারবালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
এলাকাবাসি রবিউলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ