কলেজ থেকে ফেরা হলো না শাহনাজের
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: বোদায় ট্রাক্টরের চাপায় কলেজ ছাত্রী শাহনাজ (১৭) নিহত হয়েছে। গতকাল বিকেলে বোদা মহিলা মহাবিদ্যালয়ের ১ম বর্ষের ছাত্রী শাহনাজ প্রতিদিনের মত কলেজ থেকে ফেরার পথে পথিমধ্যে নয়াদিঘী বামনহাট আঞ্চলিক সড়কে মন্দিরের পাশ্বে তাঁকে চাঁপা দিলে সে ট্রাক্টরের নিচে চলে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়। নিহত শাহনাজ উপজেলার সদর ইউনিয়নের প্রসাদ খাওয়া গ্রামের সফিকুল ইসলাম মন্টুর কন্যা। কন্যা শাহনাজের মৃত্যুতে পাগলপ্রায় তার স্বজনরা। এই ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে আসে। সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।