ফুলবাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : “২০২১ সালে ভিক্ষা ও দরিদ্র্যমুক্ত বাংলাদেশ” শীর্ষক কর্মসূচি ঘোষণার মাধ্যমে ব্যাপক কর্মসূচির মাধ্যমে গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরে বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রুম্মান আক্তার, মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমসের আলী মন্ডল, খাদ্য কর্মকর্তা মধুসুদন বর্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, একাডেমিক সুপার ভাইজার মো. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, চাঁদপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. আবুল হাসান আজাদ প্রমুখ। #

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ