দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর(নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর‘র আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ইউবিআর, হ্যালো আইএম, পারি, ওয়াইডব্লিউসিএ এর সহযোগিতায় নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

সকাল ১১টায় জিও-এনজিও প্রতিনিধি ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদনি শেষে উপজেলা পরিষদ হলরুমে ‘‘সময় এখন নারী-উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম জীবনধারা’’ এই প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন এমপি ছবি বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন আল আজাদ, ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কৃষকলীগ সম্পাদক স্বপন হাজং, প্যানেল মেয়র শীতল চন্দ্র সরকার প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে এখনো অনেক নারী তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নারীদের অধিকার রক্ষায় সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।

 

 

দুর্গাপুরে বিশ্ববান্ধব কবি সম্মেলন

নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর(নেত্রকোনা)

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চন্ডিগড় ইউনিয়নে মানবকল্যানকামী অনাথালয় মিলনায়তনে বুধবার রাতে ৩য় তম বিশ্ববান্ধব কবি সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

অধ্যাপক ও কবি শফিউল আলম স্বপন এর সঞ্চালনায় আশ্রমের সভাপতি সুবল দে এর সভাপতিত্বে আলোচনা করেন, আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীল নিত্যানন্দ গোস্বামী নয়ন, কলমাকান্দা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ মঞ্জুরুল হক তারা, এডভোকেট মানবেন্দ্র বিশ্বাস উজ্জল, এডভোকেট মানেশ চন্দ্র সাহা প্রমুখ। আলোচনা শেষে নেত্রকোনা, কলমাকান্দা ও দুর্গাপুরের ৩০ জন কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এছাড়া ননব্বইয়ের দশকের আলোচিত কবি অনিন্দ্য জসিমকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সেলাই প্রশিণ প্রাপ্ত দরিদ্র মহিলাদেরকেও সনদপত্র বিতরন করা হয়।

 

 

দুর্গাপুরে ক্ষুদ্র ব্যবসায়িদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর(নেত্রকোনা)

নেত্রকোনার দুর্গাপুরে বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ২৭ জন ক্ষুদ্র ব্যাবসায়িদের মাঝে ৬লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা-গোহালিয়াকান্দা ক্ষুদ্র ব্যবসায়ি সমিতির ২৭জন ক্ষুদ্র ব্যাবসায়িদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন এমপি ছবি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশীদ, কৃষকলীগ সম্পাদক স্বপন হাজং, প্যানেল মেয়র শীতল চন্দ্র সরকার প্রমুখ।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ