ঠাকুরগাঁও জেলার ২৮ তম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ আখতারুজ্জামান

আরিফ হাসান ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-ঠাকুরগাঁও জেলার ২৮ তম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ আখতারুজ্জামান । বৃহস্পতিবার (৮ মার্চ ) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক আব্দুল আওয়ালের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন তিনি ।

নবাগত জেলা প্রশাসক এর আগে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ছিলেন । চলতি বছর ২৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯ জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ এবং ৩ ডিসিকে অন্য জেলায় বদলি করে আদেশ জারি করে । সেই আদেশেই ঠাকুরগাঁওয়ের দায়িত্ব নিলেন তিনি ।

মোঃ আখতারুজ্জামানের গ্রামের বাড়ি রাজশাহীতে । তিনি বিসিএস ২০তম ব্যাচ’র কর্মকর্তা ।

আজ শুক্রবার মুঠোফোনে জেলা প্রশাসক আখতারুজ্জামান আমাদের প্রতিনিধি-কে বলেন, ঠাকুরগাঁও জেলার জন্য আন্তরিক ভাবে কাজ করতে চাই। তিনি গণমাধ্যম বেক্তি সহ সকলের সহযোগিতা চেয়েছেন ।

স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জেন ডাঃ আবু মোঃ খয়রুল কবির বলেন নবাগত জেলা প্রশাসক-কে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিনন্দন।

বিদায়ী জেলা প্রশাসক আব্দুল আওয়াল যশোর জেলা প্রশাসক হিসাবে সেখানে যোগদান করবেন। ২০১৬ সালের ২৩ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও জেলার ডিসি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আব্দুল আওয়াল ।

আব্দুল আওয়ালের আগে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন মুকেশ চন্দ্র বিশ্বাস ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ