নাটোরের উত্তরা গনভবনে মিনি চিড়িয়াখানা ও সংগ্রহশালার উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোর উত্তরা গণভবনের হারিয়ে যাওয়া সকল জিনিসপত্র সংগ্রহর করে হচ্ছে। শুক্রবার দুপুরে গনভবনের ভিতরে একটি প্রসাদে সংগ্রহশালার উদ্বোধন ও গণভবনের মিনি চিড়িয়াখানা,আম্রকানন জনসাধারণের জন্য উন্মুক্ত করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এসময় অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন , সিভিল সার্জিন আজিজুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু, এ্যাড. সিরাজুল ইসলাম পিপি, নাটোর প্রেসকাবের সভাপতি জালাল উদ্দিনসহ সরকারী-বেসরকারী ,আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে উত্তরা গণভবনের মিনি চিড়িয়াখানায় শ্যামা ও শ্যামল নামে ২টি হরিণ , তিথি ও মিথি নামে ২টি ময়ুর, মিঠু ও মন্টি ২টি বানসহ বিভিন্ন পশুপাখি সহ পুরো গনভবন আটোরিক্সায় চড়ে পরিদর্শন করেন । পরিদর্শন শেষে গনভবনের উন্নয়নের জেলার পর্যায় সকল কর্মকতা-কর্মচারীদের সাথে আলোচনা করেন তিনি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ