৬২বছর পর হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ শুক্রবার দিনব্যাপী হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ৬২ বছর পর পুনর্মিলন ২০১৮ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়া উদ্দীন আহম্মেদ। একই সাথে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন স্কুলের প্রথম ব্যাচের ছাত্র মোঃ শামছুজ্জোহা ও প্রধান শিক্ষক সাইদুর রহমান এবং উদযাপন কমিটির পতাকা উত্তোলন করেন উদযাপন কমিটির সভাপতি গোলাম মর্তুজা। পরে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উদযাপন কমিটির সভাপতি গোলাম মর্তুজার সভাপতিত্বে স্মৃতি চারন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়া উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের কালের স্বাক্ষী ১ম ছাত্র সামছুজ্জোহা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক ডিজি আবদুল আজিজ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিষ্টার ডাক্তার আসাদুল ইসলাম, লে. কর্ণেল গোলাম মঞ্জুর সিদ্দিকী মিলন, যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকছেদুল আলম, এ্যাড. বজলুর রহমান, ডেপুটি ডাইরেক্টও, ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন এসএম বদরুল আলম, জীবনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা, নুরুননাহার দিপ্তী, সাইদুর নাহার পুতুল, ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবু হানিফ, সোনালী ব্যাংকের এজিএম এটিএম মুসা, মহেশপুর প্রেসকাবের সভাপতি আব্দুর রহমান, মহেশপুর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক গাজী, বন ও পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আতিয়ার রহমান, জেলা পরিষদের সদস্য শফিকুল আলম নান্নু, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, জাফর উল্লাহ, নাসির মাষ্টার ও মাসুদুর রহমান রতন প্রমুখ। বিকালে ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থদের মধ্যে ক্রেস্ট বিতরন করা হয়। সন্ধ্যায় এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনের সমাপ্তি করা হয়।