শালিখায় উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ মাগুরার শালিখায় উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুহঃ মাহবুবর রহমান প্রকল্প পরিচালক, উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ উদ দৌলাহ, একাডেমিক সুপার ভাইজার বিপ্লব রায়, বীর মুক্তিযোদ্ধা ও শালিখা প্রেকাবের সভাপতি সরদার ফারুক আহম্মেদ, অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, ইমদাদুল ইসলাম টিকু, প্রদীপ বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও মাদ্রাসার সুপার বৃন্দ।

শালিখায় সড়ক দূর্ঘটনায় এক যুবতীর মৃত্যু
শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় মাছুরা আক্তার(১৬) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে। নিহত মাছুরা আক্তার উপজেলার গোপাল গ্রামের সওকত হোসেনের কন্যা। জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের আড়পাড়া মহিলা কলেজের সামনে থেকে ঢাকা-খুলনাগামী একটি ঈগল পরিবহনে ধাক্কায় এদূর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছেয়া নেমে এসেছে।

শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান
শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ শনিবার সকাল ১০টায় শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাস এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের সভাপতি প্রশান্ত কুমার বকসি। বিদয়ী স্যারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখার সভাপতি ও প্রেসকাব শালিখার সভাপতি মোঃ বাহারুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি শালিখা উপজেলা শাখার(ভারপ্রাপ্ত) সভাপতি আক্তারুজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতি শালিখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সভাপতি আতিয়ার রহমান, হাজরাহাটি তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক সুনিল কুমার দাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকান্ত কুমার মিত্র, প্রধান শিক্ষক ভরত সচন্দ্র রায়। এছাড়াও শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ