দুর্গাপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব

নির্মলেন্দু সরকার বাবুল,দুর্গাপুর(নেত্রকোনা) জেলার দুর্গাপুরে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব পালনে ৭মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার একাডেমী মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বাছাই শেষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৪াট প্রুপে সর্বমোট ২৩২ জন প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশ নেয়। শিল্পকলা একাডেমীর সমন্বয়কারী সাংবাদিক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় প্রতিযোগিতা পুর্ব আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন প্রমুখ, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ। বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর এখন একটি গবেষনার বিষয়। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানানো হয়।

 

 

দুর্গাপুরে মুক্তিযোদ্ধাকে কটুক্তি করায় মানববন্ধন
নির্মলেন্দু সরকার বাবুল,দুর্গাপুর(নেত্রকোনা)

জেলার দুর্গাপুরে সোমবার মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষন কমিটির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, শহীদ পরিবার, স্বাধীনতা চেতনা বিরোধী জনগনের অংশগ্রহনে ঘন্টাব্যাপি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপুরে সাব-রেজিস্ট্রি অফিস সহকারী মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক কে সরকারী কাজে বাঁধা, চাঁদা দাবী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য করায় বখাটে ভাসমান সাংবাদিক ওয়ালী হাসান এর বিচারের দাবীতে উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষন কমিটির আহবায়ক আনিসুল হক সুমন, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম জীবন। বক্তারা বলেন, ১০দিন পুর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেওয়ার পরেও অদ্যবধি পর্যন্ত আসামী ওয়ালী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রশাসনের ভুমিকা দৃশ্যমান না হওয়ায় আগামী ৩দিনের মধ্যে গ্রেফতার না করা হলে কঠোর দেওয়ার ঘোষনা দেন।

 

 

দুর্গাপুরে বিজ্ঞান মেলা শুরু
নির্মলেন্দু সরকার বাবুল,দুর্গাপুর(নেত্রকোনা)

জেলার দুর্গাপুরে সোমবার থেকে “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এ স্লোগানে তিন দিন ব্যাপী ৩৯তম বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

এ উপলে সুসঙ্গ সরকারী মহাবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সুসঙ্গ সরকারী মহাবিদ্যালয়ের অফিসার ইনচার্জ ড. ভবানী সাহা, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগ এর সহ:সভাপতি আলী আসগর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, শিশুদের মেধা অন্বেষনে সরকার সারাদেশে নিরলস কাজ করছেন বিধায় আজকের এই বিজ্ঞান মেলাই তা প্রমান করে। পড়াশুনার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন শাখায় শিক্ষার্থীদের মনযোগি হওয়ার আহবান জানানো হয়। মেলায় বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন নিয়ে ২০টি স্টলসহ উপজেলার ২৫ শিা প্রতিষ্ঠানের শিার্থীরা এতে অংশ নেয়।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ