কুলিয়ারচরে বিনামূল্যে ২শ গবাদি প্রাণির তড়কা রোগের টিকা প্রদান

মোঃ নাঈমুজ্জামান নাঈম, প্রতিনিধি,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) ঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিনামূল্যে গবাদি প্রাণিকে তড়কা রোগের টিকা প্রদান করা হয়েছে। ১৪ মার্চ বুধবার পৌর এলাকার পালটিয়া মাসকান্দি বাজারস্থ সেবামূলক প্রতিষ্ঠান মের্সাস কাজী আরাফ পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন এর অর্থায়নে প্রায় ২ শত গরুকে তড়কা রোগের টিকা প্রদান করেন উপজেলা প্রাণি সম্পদক অফিসের ভিএফএ মোঃ সোহেল রানা।  উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর পৌর সভার প্যানেল মেয়র-২ মোজাম্মেল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ নাসির উদ্দিন, মেসার্স কাজী আরাফ পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন এর স্বত্ত্বাধিকারী কাজী আরাফাত সাদিক, শহর যুবলীগ নেতা মোঃ খাইরুল ইসলাম, মোঃ বেদেন মিয়া, এসিআই এগ্রোভেট ফার্মা লিঃ এর মার্কেটিং অফিসার মোঃ মফিজুল ইসলাম, পপুলার এগ্রোভেট ফার্মা লিঃ এর মার্কেটিং অফিসার মোঃ আসনাদ হোসেন, মেডিলাইফ এগ্রোভেট ফার্মা লিঃ এর মার্কেটিং অফিসার মোঃ রফিকুল ইসলাম, ডক্টরস এগ্রোভেট ফার্মা লিঃ এর মার্কেটিং অফিসার মোঃ সুজন মিয়া ও রেনেটা এগ্রোভেট ফার্মা লিঃ এর মার্কেটিং অফিসার মোঃ আবু তাহের প্রমূখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ