ঘোড়াঘাটে ইফার ইমাম সম্মেলন অনুষ্টিত

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে শহিদুল ইসলাম আকাশ : দিনাজপুর জেলার ঘোড়াঘাটে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ সম্পর্কে নতুন প্রজন্মদের অরিয়েন্টশন কোর্স এবং এক ইমাম সম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইফার হলরুমে অনুষ্টিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইফা ঘোড়াঘাট এর ব্যবস্থাপক মোঃ আরিফুল ইসলাম এফ এস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সফল ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রাফে খন্দকার শাহানসা,ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম,ঘোড়াঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি ও ঘোড়াঘাট প্রেস কাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আকাশ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মামুন অর রশিদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেনদামুদারপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ গোলাম রহমান, ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আলতাব হোসেন ঘোড়াঘাট প্রেস কাবের সিনিয়র সহসভাপতি মাহতাব উদ্দিন আল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইফার মডেল কেয়ারটেকার মোঃ শফিকুল ইসলাম।

 

ঘোড়াঘাটে অগ্নি কান্ডে ফার্নিচারের দোকান পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরে ঘোড়াঘাটে অগ্নি কান্ডে ফার্নিচারের দোকান পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার তৈরী আসবাব পত্রের ক্ষতি সাধন হয়েছে। অগ্নি কান্ডের ঘটনাটি ঘটেছে আজ বুধ বার ভোর ৪টায় ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামের বজলুর রশিদের ফার্নিচারের দোকানে। গ্রামবাসী জানায়,কুলানন্দপুর গ্রামের মোকলে মিয়ার ছেলে ফার্নিচার ব্যবসায়ী বজলুর রশিদ গ্রামে রাস্তার পাশে জনৈক ব্যাক্তির ২টি ঘর ভাড়া নিয়ে কাঠের আসবাব পত্র তৈরী করে ব্যবসা করে আসছিল। বজলুর রশিদ মঙ্গলবার রাতে প্রতি দিনের ন্যায় দোকান বন্ধ করে নিজ বাড়িতে যান। ওই রাত অনুমান ভোর ৪টায় দোকানে ্অগ্নি কান্ডের ঘটনা ঘটে। ্অগ্নি কান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকা মুল্যের কাঠের তৈরী দামী ও মূল্যবান খাট,পালংকসহ বিভিন্ন আসবাব পত্র পুড়ে যায়। উপজেলা নির্বাহী ্অফিসার টি এম এ মমিন ও ১ নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলূ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। অগ্নি কান্ডের কারণ জানা যায়নি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ