টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সাকিবের

নিউজ ডেস্ক : নিদাহাস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরি থেকে ফিরে টস করতে নামা বাংলাদেশ অধিনায়কের জন্য টস ভাগ্যটা ভালো বলতে হবে। কারণ কলম্বোতে প্রথমে টসে জিতেই ম্যাচ জিতেছে দল। ব্যতিক্রম ঘটেছে কেবল একটি ম্যাচে। ইনজুরি থেকে দলীয় অধিনায়ক সাকিবের ফেরায় বাংলাদেশ দলে একটি পরিবর্তন করা হয়েছে। আগের দিন মাঠে নামা আবু হায়দার রনিকে দলের বাইরে রাখ হয়েছে তার জায়গায় দলে এসেছেন সাকিব।

তবে বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে পরপর দুই ম্যাচ হারা শ্রীলংকার দলে পরিবর্তন দুটি। তারা ইসুরু উদানা এবং আমিলা আপনসোকে দলে নিয়েছে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (অধিনায়ক) মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান,  নাজমুল ইসলাম অপু। শ্রীলংকা দল: কুশল মেন্ডিস, ধানুশকা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা,  কুশল পেরেরা, ইসুরু উদানা, দাসুন শানাকা, থিসারা পেরেরা (অধিনায়ক), জীবন মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, আমিলা আপসো, নুয়ান প্রদীপ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ