গফরগাঁওয়ে ১২’শ দরিদ্রকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিবন্ধী উন্নয়ন সমিতির উদ্যোগে ও সাহিক হাসপাতালে সহযোগিতায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার লামকাইন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমান। মেডিক্যাল ক্যাম্পে নাক, কান, গলা বিশেষায়িত হাসপাতাল (সাহিক) এর প্রধান ডাঃ এম. এ সামাদ এর নেতৃত্বে ৮ সদস্যের একটি চিকিৎসকদল সেবা প্রদান করেছেন।
বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ উদ্দিন কেনু’র সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ চিকিৎসা সেবায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের যুগ্নসচিব আবু বকর সিদ্দিক, জেলা পরিষদের সদস্য মহিবুল হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম ফকরুল, পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আঞ্জুমানে সারোয়ার, সমাজসেবক আজিজুর হক পল্টন, সাংবাদিক রফিকুল ইসলাম খান, ফজলুর রহমান, প্রতিবন্ধী উন্নয়ন সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোছাদ্দিকা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ নাহিদুল ইসলাম ও সদস্য ফারুক ঢালী। উপজেলার বিভিন্ন এলাকায় থেকে আগত প্রায় ১২’শ দরিদ্র নারী-পুরুষ-শিশু-বয়স্করা চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ