বাজিতপুরে মৃত ব্যক্তির লাশ দেখতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

বাজিতপুর(কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের জারমনি বাড়ীতে বয়স্ক মৃত ব্যক্তি ফালু মিয়ার লাশ দেকতে গিয়ে একপক্ষ আদম আলী গ্রুপ অপরপক্ষ মকবুল মিয়া গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। আহতরা হলেন কামরুল ইসলাম (২৫), আব্দুল হাবু উদ্দিন (৫৫), ইকবাল মিয়া (৩৫), আঞ্জু মিয়া (২৩), তৌহিদ মিয়া (৪৫), ফেনু মিয়া (৪৫), রবি মিয়া (২৫), রফিক মিয়া (৩২) ও রাসেল মিয়া (২০)। মকবুল মিয়া গ্রুপের আব্দুল হাবু উদ্দিন কামরুল ইসলাম কে ও আদম আলী গ্রুপের রবি মিয়া কে গুরুতর আহত অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাটি ঘটে সাহাবুদ্দিন মিয়ার বসতবাড়ির সামনে গতকাল সোমবার সাড়ে ১১টার দিকে। এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, আদম আলী গ্রুপের বুরহান উদ্দিন, মিন্টু মিয়া সহ ২০-২৫ জন লোক মৃত ব্যক্তি ফালু মিয়াকে দেখতে গিয়ে অতর্কিতভাবে হামলা চালালে এই ঘটনার সুত্রপাত হয়। আদম আলী জানান, তার পক্ষের ২-৩ জন লোক তার মৃত চাচা ফালু মিয়াকে দেখতে গেলে অপরপক্ষ মকবুল মিয়া গ্রুপের লোকজন আক্রমন চালায়। অপরপক্ষ মকবুল মিয়া জানান, আগে থেকে উৎ পেতে থাকা আদম আলী গ্রুপের লোকজন তাদের পক্ষের ৫ জনকে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে মারধর ও ৪-৫টি বাড়ী ভাংচুর করেছে বলে দাবী করেন। রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। মকবুল মিয়া বাদী হয়ে গতকাল সোমবার বিকালে আদম আলীকে প্রধান আসামী করে কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। বাজিতপুর থানা ইনচার্জ মো: সাইফুর রহমান মজুমদার জানান সকাল থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ