বাংলাদেশ নিম্নমধ্য আয়ের দেশে উত্তরণে দুর্গাপুরে আনন্দ র‌্যালী

নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর(নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নিম্ন-আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উত্তরণ হওয়ায় সর্বস্তরের অংশগ্রহনে এক আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত আনন্দ র‌্যালী উপজেলা চত্বর থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান। অন্যদের মধ্যে দেশের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন, পৌর মেয়র হাজী আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, ওসি মিজানুর রহমান আকন্দ, ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার সমাজের সকল মানুষের কল্যানে উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রেখে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় আনতে সকলকে আহবান জানান।

 

 

দুর্গাপুরে শ্যালোমেশিন চুরি
বোরো চাষ ব্যহত

নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর(নেত্রকোনা)

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বোরো ফসলের মাঠ থেকে কৃষকদের শ্যালোমেশিন চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

এ উপলক্ষে বুধবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে কৈলাটি গ্রামে চলতি আবাদকৃত বোরে ফসলের মাঠ থেকে ৭টি শ্যালোমেশিন চুরি হয়ে যায়। চুরি যাওয়া মেশিনের মালিক সাধারণ কৃষক অরুন পাল, মনোরঞ্জন শীল, আতাউর রহমান, রাধারমন পাল, দুর্গা চরন পাল সাংবাদিকদের জানান, পর পর দুটি বন্যায় আমাদের এলাকার আবাদি ফসল নষ্ট হয়ে যায়। বর্তমান ভরসা ছিল এই বোরো ফসল। তাহাও মেশিন চুরি যাওয়ার কারনে মাঠ শুকিয়ে বোরো আবাদ নষ্ট হতে বসেছে। এ ব্যপারে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন ভুক্তভুগি সাধরণ কৃষকগন।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ