দেশকে নিয়ে ছিনিমিনি না খেলি দেশটাকে ভালোবাসি – মহেশপুরে জেলা প্রশাসক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ দেশকে নিয়ে ছিনিমিনি না খেলি দেশটাকে ভালোবাসি রবিবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ কথা বলে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক আরো বলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা আমার চাকুরী জীবনের ফাউন্ডেশন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে চাকুরী করা কালীন জেলায় যোগদানের পরদিনই আমাকে মহেশপুরে দায়িত্ব পালন করতে হয়েছে। সে কথাটি আমার আজও স্বরন রয়েছে। তিনি শিক্ষা, দূর্ণীতি ও বাল্য বিবাহ ইস্যুগুলি গুরুত্ব সহকারে দেখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেয়র আব্দুর রশিদ খান, সরকারী কর্মকর্তাদের মধ্য প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যানদের মধ্য থেকে সিরাজুল ইসলাম সিরাজ, মহেশপুর থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, মহেশপুর প্রেসকাবের সভাপতি মানবাধিকার কর্মী আব্দুর রহমান, শিক্ষক প্রতিনিধি এটিএম খাইরুল আনাম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক হুমায়ুন কবির, পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জন কুমার মাষ্টার, জেলা পরিষদের সদস্য শেখ হাশেম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, বিআরডিবি চেয়ারম্যান মীর সুলতানুজ্জামান লিটন প্রমুখ। এর আগে জেলা প্রশাসক বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান মিউজিয়ামে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং বীরশ্রেষ্ঠের পিতা মাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া ঐ কলেজের ছাত্র/ছাত্রীদের সাথে মতবিনিময় করেন। পরে উপজেলা কৃষি অফিসে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরন করেন। সমাজসেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধিদের মাঝে উপবৃত্তি প্রদান ও মহিলা বিষয়ক দপ্তরের মাধ্যমে সাইকেল ও সেলাই মেশিন বিতরন করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ