কোটি টাকা আত্মসাতের ঘটনায় ৮ প্রকৌশলী-ঠিকাদারের বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্ক : সিলেটে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ১৩ লাখ ২৩ হাজার ৪১৬ টাকা আত্মসাতের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের সাত প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সিলেট কোতায়ালী থানায় দুদুকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদ আহমদ পটোয়ারী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন সড়ক উপ-বিভাগ সিলেটের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম আহমেদ, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল বরকত মো. খুরশীদ আলম, সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তানভীর আহমদ, সিলেট সড়ক ও জনপথ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী চন্দন কুমার বসাক, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার কবির ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জন্মভূমি নির্মাতার কর্ণধার লুৎফুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালে আসামিরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সংস্কার প্রকল্পে পরস্পরের যোগসাজসে এক কোটি ১৩ লাখ ২৩ হাজার ৪১৬ টাকার অসম্পাদিত কাজকে সম্পাদিত দেখিয়ে টাকাগুলো আত্মসাৎ করেন। দুদুকের সরেজমিন তদন্তে তা বেরিয়ে এসেছে বলেও মামলায় উল্লেখ করা হয়।