শালিখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী গ্রহন

মোঃ শহিদুজ্জামান চাঁদ, শালিখা,মাগুরা থেকে ঃ সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদযাপন হয়েছে। দিবসটি উপলে উপজেলা প্রশাসন সোমবার দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এরমধ্যে সকাল ৭টায় উপজেলার তালখড়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি-বে সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মিরা। প্রথমে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয় যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদারের পক্ষ থেকে। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার। এর পর পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগ ও তার অংগ সংগঠন, বিএনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও জাতীয় পার্টির নেতৃবৃন্দ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ৮টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সারাদেশের ন্যায় এক যোগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার হাজারও মানুষ অংশগ্রহন করে। এরপর আড়পাড়া আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে কুচকাওয়াজ ও সালাম গ্রহণ শেষে শরীরচর্চা,প্রদর্শনী ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিার্থীরা অংশগ্রহন করে। এছাড়াও কুচকাওয়াজ ও সালাম গ্রহন করেন শালিখা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা ও আনসার ভিডিপির সদস্যরা। এর পর উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শ্যামল কুমার দে, শালিখা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন,ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, ডাঃ সুপর্ণা আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার মাষ্টার জেলা পরিষদের সদস্য নিভা রানী বিশ্বাস প্রমুখ। এরপর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিকাল তিনটায় আড়পাড়া আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার(ভূমি)শেখ সামসুল আরেফীন, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, মৎস্য কর্মকর্তা মোঃ দ্বীন ইসলাম, শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী,মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ উদ দৌলাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ দাস, খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মিনা খানম, একাডেমীক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়,সহকারি শিক্ষা অফিসার মোস্তফা মাহমুদ, মিঠুন দাস, সহকারি প্রোগ্রাম অফিসার বুলবুলি খাতুন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, আড়পাড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আলমোর্তজা মোল্যাসহ উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীরা। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা রিসোর্স অফিসার স্বপন কুমার ভৌমিক।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ