খালেদা জিয়ার সাজা বৃদ্ধিতে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা কেন বৃদ্ধি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন। সাজা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা মূল আপিলের সঙ্গে এই রুলের শুনানি অনুষ্ঠিত হবে।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দেয়। তবে মামলার অপর পাঁচ আসামিকে দেওয়া হয় ১০ বছরের কারাদণ্ড।
খালেদা জিয়া প্রধান আসামি হওয়ার পরও তাকে সাজা কম দেওয়া হয়েছে দাবি করে গত রবিবার হাইকোর্টে আপিল করে দুদক। সেই আপিলের প্রাথমিক শুনানি শেষে আদালত আজ এই রুল জারি করলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ