গফরগাঁওয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে দূর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সভাকক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি সেবার মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শামীম রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম এহছান, এডভোকেট।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ তাফাজ্জল হোসেন, সাব-রেজিষ্ট্রার মোঃ গিয়াস উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নূরুল ইসলাম, হিসাব রক্ষক অফিসার মঞ্জুরুল হাসান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজ্জাত ইসলাম, গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান প্রমূখ। সভায় বক্তাগণ দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ