কয়রায় বৈদ্যুতিক ফাঁদে ইঁদুর মারতে গিয়ে নিজেই বিদ্যুৎপৃষ্টে নিহত

কয়রা প্রতিনিধিঃ কয়রার উপজেলার মহারাজপুর ইউনিয়নে ইঁদুর মারার বিশেষ ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মোমরেজুল ইসলাম খোকন (৪০) এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টায় মাদারবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোমরেজুল ইসলাম খোকন ওই গ্রামের আবু দাউদ সানার ছেলে। নিহত’র পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোমরেজুল ইসলামের ঘরের পাশেই তাঁর আবাদকৃত ধান ক্ষেত রয়েছে ওই ক্ষেতে প্রতিদিন রাতে ইঁদুর আক্রমন চালিয়ে ধান গাছের গোড়া কেটে ফেলে। আর সে কারনেই ফসল রক্ষার্থে ইঁদুর মারতে প্রতি রাতে মোমরেজুল ইসলাম তার ধান ক্ষেতে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে বিশেষ ধরনের একটি ফাঁদ করে রাখতেন। একই ধারাবাহিকতায় বুধবার সকালে ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদ হিসেবে দেয়া বিদ্যুৎ লাইন বন্ধ না করেই মোমরেজুল ইসলাম তার ধান ক্ষেতে কীটনাশক স্প্রে দিতে প্রবেশ করলে বৈদুতিক তারের সঙ্গে জড়িয়ে তিনি ছিটকে ধানের পাশেই পড়ে থাকেন। কিছুক্ষণ পরে তার স্ত্রী ও ছেলে খুঁজতে এসে তাকে ধান ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার দেয়। এসময় স্থানীয়রা ছুটে এসে বিদ্যুৎ লাইনটির সংযোগ বিছিন্ন করে মোমরেজুল ইসলাম উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।মোমরেজুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া দেখা দেয়। সেখানে মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুলাহ আল মামুন লাভলু নিহত পরিবারেরপ্রতি সমবেদনা জানান এবং তার রেখে যাওয়া ২ ছেলে ও স্ত্রীকে সান্তনা দিতে দেখা যায়।

কয়রায় নবযাত্রা প্রকল্পের সিটিজেন ভয়েস এ্যান্ড এ্যাকশন
(সিভিএ) কার্যক্রমের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত
কয়রা প্রতিনিধিঃ আমেরিকান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল ২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে নবযাত্রা একটি ৫বছর মেয়াদী প্রকল্প যা ২ সেপ্টম্বওে শুরু হয়েছে এবং ২০২০ সালের সেপ্টম্বরে শেষ হবে। ওয়ার্ল্ড ভিষন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগাম, উইনরক ইন্টারন্যাশনাল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৮,৫৬,১১৬ জন উপকারভোগীর জন্য বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় অংশীদার সংস্থা, সুশীলন, নবযাত্রা কর্মসূচির সুশাসন, জেন্ডার এবং গ্রাজুয়েশন কার্যক্রমের সঞ্চয়ী দল সম্পর্কিত কার্যাবলী বাস্তবায়ন করছে। তার ধারাবাহিকতায় উপজেলা পরিষদের হলরুমে বেদকাশি ইউপি চেয়ারম্যান কবি শামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা।মিঃ জন, পি, ব্যাপারির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার পাড়, উত্তর বেদকাশি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম । সভায় উপস্থিত ছিলেন সোশ্যাল এ্যাকাউন্টিবিলিটি টেকনিক্যাল অফিসার এম জহিরুল কাইয়ুম, সাংবাদিক আকতারুল ইসলাম ও শাহজাহান সিরাজ, সোশ্যাল এ্যাকাউন্টিবিলিটি অর্গানাইজার অসিত দেবনাথ, সিদ্ধার্থ সরকার, ও কল্পনা সরকার ও সকল ইউনিয়নের সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের ভিডিসি ও লিড ফার্মার বৃন্দ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ