কয়রা উপজেলায় কয়রা ব্লকে কৃষি বিভাগের আলোর ফাঁদ উৎসব

কয়রা প্রতিনিধি ঃ ফসলের ক্ষতিকর পোকা দমনে বিষাক্ত কিটনাশক ব্যাবহার হয় যা সারা দেশে ব্যয়বহুল এবং পরিবেশ ও মানবমস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধান ও বিভিন্ন প্রকার সবজিসহ কৃষকের খামারে কিটনাশকের বিকল্প হিসেবে আলোর ফাঁদ দিয়ে ক্ষতিকর পোকা মাকড় দমন বেশ কার্যকর। এর মাধ্যমে ক্ষেতের জন্য উপকারি পোকাও সনাক্ত করা সম্ভব হয়।পরিবেশ বান্ধব এ পদ্ধতি কয়রা উপজেলার বিভিন্ন স্থানের কৃষকদের পোকা ধ্বংসে আলোর ফাঁদ ব্যবহারে কৃষকদের উৎসাহ দিতে ইতিমধ্যে কৃষিবিদ মিজান মাহমুদের নেতৃত্বে উপজেলা কৃষি অফিস ১৪০ টি আলোর ফাঁদ প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চলমান রবি মৌসুমে বোরো ধানের ক্ষেতে পোকার উপস্থিতি নির্নয়ে কয়রা উপজেলার সদরে কয়রা ব্লকে ৪নং কয়রা সরকারি পুকুর পাড় সংলগ্ন মদিনাবাদ গ্রামে কৃষক লোকমান মিস্ত্রির বোরো জমিতে আলোর ফাঁদ উৎসব পালন করা হয়েছে। এসময় এলাকার উৎসুক কৃষক প্রদর্শনী দেখতে জড়ো হয়। এসময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, ইউপি সদস্য লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিএম রোকনুজ্জামান কাজল, উপ সহকারি কৃষি কর্মকর্তা গুরুদাস কুমারসহ ৫০-৬০ জন কৃষক কৃষানী। উপজেলা কৃষি অফিসার মিজান মাহমুদ জানান, আলোর ফাঁদ পদ্ধতিতে ক্ষতিকারক পোকা সনাক্ত করা, ক্ষতিকর পোকা নিয়ন্ত্রন করা, ফসলের উৎপাদন খরচ কমানো, জীব বৈচিত্র রক্ষায় আলোর ফাঁদ পদ্ধতিতে ক্ষতিকারক পোকা দমনে একটি ফলপ্রসু পদ্ধতি। উল্লেখ্য কৃষি অফিসার আলোর ফাঁদ প্রদর্শনকালে ধান ক্ষেতে আসা পোকার উপস্থিতি নির্ণয় পূর্বক ক্ষতিকর পোকা ও উপকারি পোকা সনাক্ত কাজ হাতে-কলমে ব্লক চাষীদের দেখান এবং কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করেন।

কয়রায় মহারাজপুর ইউনিয়ন পরিষদে
অহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
কয়রা প্রতনিধি ঃ কয়রায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স হলরুমে ডরব,ওকাপ ও বিডিপিসি এর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় ৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে কর্মশালায় উপসিস্থত উপজেলা আ’লীগের সহ-সভাপতি বাবু খগেন্দ্রনাথ মন্ডল, কৃষকলীগ যুগ্ম-আহবায়ক ও কয়রা প্রেস কাবের সাধারণ সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, মহারাজপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি বাবু দেবদাস রায়, মহিলা সংরক্ষিত নারী সদস্য মোছাঃ নুরজাহান খানম, আয়শা খাতুন, ও নাজমুন্নাহার, ইউপি সদস্য আলহাজ্ব আঃ হাকিম সরদার, বাবুল আমেদ, নজরুল ইসলাম,সাংবাদিক শাহজাহান সিরাজ, ডরব এর উপজেলা কো-অর্ডিনেটর আবু সায়েম, ফিল্ড অর্গানাইজার আলীরাজ, বিডিসির উপজেলা কো-অর্ডিনেটর আঃ হান্নান, ও আবু রেজা, ওকাপের আজিজুল ইসলাম ও কেয়াসহ প্রমুখ

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ