কিডনি রোগে আক্রান্ত বোরহান উদ্দিনের জীবন বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন

মো: মনির হোসেন/মামুনুর রশিদ:

কিশোরগঞ্জের মিঠাইমন উপজেলার ৪নং ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড কলাপাড়া গ্রামের মৃত নসিবউল্লাহর ছেলে মো: বোরহান উদ্দিন (২২) কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃতু্যুুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল চিকিৎসা নেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে প্রাথমিক অবস্থায় তার ২টি কিডনিতে সমস্যা ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা শেরে বাংলা ন্যাশনাল কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল-এ চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অর্থের অভাবে বোরহানের মাতা রহিমা খাতুন ভাল চিকিৎসা করাতে না পাড়াই চিকিৎসার অভাবে বোরহান এখন মৃত্যুর প্রহর গুনছে। চিকিৎসকের মতে বোরহানকে দ্রুত উন্নত চিকিৎসার করাতে হবে বলে বোরহানের মা জানান। এতে প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু চিকিৎসা বাবদ অনেক টাকা ব্যয় করায় মাতা রহিমা খাতুন এখন নিঃস্ব। গরীব মাতা রহিমা খাতুনকে ব্যায় বহুল টাকা খরচ করে ছেলের চিকিৎসা করানোর মত কোন সামর্থ না থাকায় দেশ ও প্রবাসের বিত্তবান, হৃদয়বান ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ মোবাইল নং-০১৭১৪-২৬৮৭৮০ (রোগীর মামা)।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries