ইটনায় একতা ফুটবল টুর্নামেন্টে বড়হাটি অপু সৃতি সংসদ চ্যাম্পিয়ন
আজাদ হোসেন বাহাদুল
ইটনা প্রতিনিধিঃ “ফুলের শোভাস নিন, মাদক কে না বলুন” ও বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধ করি শ্লোগানে উপজেলা সদরের কয়েকজন যুবক আবু তালেব, সোহেল, পায়েল, জাকির হোসেন, শেখ দিদার, মাসুম মিয়া ও তানজিল মিয়ার আয়োজনে একতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকালে থানা সংলগ্ন মাঠে অনুষ্টিত হয়। খেলায় দিঘীরপাড় কিং সুপার স্টার কে ১-০ গোলে হারিয়ে বড়হাটি অপু সৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়। তুমুল প্রতিদন্ধিতা পুর্ন খেলায় কোন দলই গোল না পাওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মহরম আলী, কৃষকলীগের সেক্রেটারি বজলুর রহমান, সাবেক ফুটবলার এনায়েত কবির, সাবেক ক্রিকেটাররা হাফেজ আব্দু নুর প্রমুখ। অন্যদিকে খেলায় সেরা খেলোয়ার ম্যান মোহাম্মদ মাহি হোসেন ও সিরিজ সেরা খেলোয়ার মোঃ নিজাম মিয়া কে অনলাইন গ্রুফ হ্যালো ইটনার প থেকে সংগঠনটির চীফ এডমিন জামির খান জনি বিশেষ পুরস্কার দেন। সবশেষে আয়োজকরা জানান আমাদের এ প্রচেষ্টা চালু রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।