কিশোরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
মোঃ মনির হোসেন: কিশোরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার পুরাতন স্টেডিয়াম হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীলের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম। ক্যাবের সাধারণ সম্পাদক মনোয়ার হুসাইন রনির পরিচালনায় আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইবরাহীম হোসেন, ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটু, পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি একে নাছিম খান, ট্রাস্ট্রি রিপন রায় লিপু, নারী নেত্রী বিলিকিছ বেগম, অ্যাডভোকেট মায়া ভৌমিক, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুর রহমান, ইট প্রস্ততকারক মালিক সমিতির সভাপতি হাজী খালেকুজ্জামান, গোল্ডেন কিশোরগঞ্জের সভাপতি শেখ মলাই,ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তার হোসেন প্রমুখ। পরে ভোক্তা অধিকার দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, ক্যাবের সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।