তাড়াইলে চেয়ারম্যান লাঙ্গলের শাহীন নাজমুল ও নার্গিস ভাইস চেয়ারম্যান


আমিনুল ইসলাম বাবুল :


তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে বেসরকারি ফলাফলে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন বিজয়ী হয়েছেন। রোববার (২৪ মার্চ) পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত এই উপজেলার নির্বাচনে চেয়ারম্যানপদে চমকপ্রদ বিজয় লাভ করেছেন তিনি। আওয়ামী লীগের হেভীওয়েট প্রার্থীকে ১০ হাজার ৩০৭ ভোটের ব্যবধানে পরাজিত করে তরুণ রাজনীতিক মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন নির্বাচিত হয়েছেন। লাঙ্গল প্রতীকে মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন পেয়েছেন ২৬ হাজার ৩৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুক্তিযোদ্বা মো. আজিজুল হক ভূঞা মোতাহার (নৌকা) পেয়েছেন ১৬ হাজার ৫৫ ভোট।মো. জহিরুল ইসলাম ভঁইয়া শাহীন উপজেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক তাড়াইল উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব মো. কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চনের ছেলে।অন্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী দামিহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর ভূঞা (মোটর সাইকেল) পেয়েছেন ৯ হাজার ১৬৫ ভোট, তাড়াইল উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্বা ইসরাত উদ্দিন আহাম্মদ বাবুল (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ৬৩৮ ভোট এবং নির্বাচন থেকে সরে দাড়ানো স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এ.কে.এস জামান স¤্রাট (আনারস) পেয়েছেন ৮৮ ভোট।এছাড়া ভাইস চেয়ারম্যানপদে তাড়াইল প্রেসকাবের সভাপতি সাংবাদিক মো. নাজমুল হক আকন্দ এবং মহিলা ভাইস চেয়ারম্যানপদে নারীনেত্রী নার্গিস সুলতানা নির্বাচিত হয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মো. নাজমুল হক আকন্দ ১৬ হাজার ১১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী মো. আবুল কাশেম খান চশমা প্রতীকে ১২ হাজার ৬৪৬ ভোট পান।অন্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শামরুজ্জামান (মাইক) পেয়েছেন ৯ হাজার ৫৭০ ভোট, আরাফাত হোসেন মুরাদ (তালা) ৬ হাজার ৮৪৮ ভোট, যুবলীগ নেতা হারুন আর রশিদ (টিয়াপাখি) ৫ হাজার ৯৯৬ ভোট, খাইরুল ইসলাম খান (বৈদ্যুতিক বাল্প) ৩ হাজার ২৭৮ ভোট এবং মো. মাহমুদুল হাসান রনি (উড়োজাহাজ) পেয়েছেন এক হাজার ২৫০ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যানপদে সেলাই মেশিন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে নার্গিস সুলতানা ২২ হাজার ৫৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে মোছা. হেপি আক্তার ৮ হাজার ৯২৭ ভোট পান।মহিলা ভাইস চেয়ারম্যানপদে অন্য প্রার্থীদের মধ্যে বেগম আক্তার (তীর-তনুক) ৫ হাজার ১৭৯ ভোট, আয়াতুন্নেছা (কলস) ৪ হাজার ১৪৩ ভোট, মোছা. সুমিয়া আক্তার রুভা (ক্যামেরা) ৩ হাজার ৭৭৭ ভোট, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কবিতা (পদ্ম ফুল) ৩ হাজার ১৪৮ ভোট, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুকিয়া বেগম (হাঁস) ৩ হাজার ৯০ ভোট, মোছা. রুবি খান (প্রজাপতি) ২ হাজার ৪৯২ ভোট এবং সৈয়দা রৌশনারা (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২ হাজার ২৭৭ ভোট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সজল চন্দ্র সরকার জানান, রোববার (২৪ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনের প্রাাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীনকে চেয়ারম্যান (লাঙ্গল), মো. নাজমুল হক আকন্দকে ভাইস চেয়ারম্যান (টিউবওয়েল) ও নার্গিস সুলতানাকে মহিলা ভাইস চেয়ারম্যান (সেলাই মেশিন) হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত করা হয়েছে। শীঘ্র-ই তাঁদের নামে গেজেট প্রকাশ করা হবে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries